লকডাউন এলাকায় নিত্যপণ্য মিলছে অনলাইনে

১০ জুন, ২০২০ ১৫:১৫  
লকডডাউন এলাকায় নিত্যপণ্য ঘরে পৌঁছে দিচ্ছে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো। বুধবার রাজধানী ঢাকার ২৭ নং ওয়ার্ডের রাজাবাজার থেকে শুরু হয় এই কার্যক্রম। আইসিটি বিভাগ, এটুআই এবং ই-ক্যাবের মাধ্যমে এই সেবা দিতে শুরু করেছে ই-কমার্স পরিষ্ঠানগুলো। এদের মধ্যে চালডাল ডটকমের সিইও জিয়া আশরাফ বলেন, আমরা ৩টা গাড়ি নিয়ে রাজাবাজারে পাইলট প্রোজেক্ট শুরু করছি। আরও টিম রেডি আছে অন্যান্য এলাকার জন্য। অনলাইনে আমাদের ওয়েবসাইট, App অথবা কল সেন্টার থেকে যেই অর্ডার গুলো পাব সেই গুলোর পাশাপাশি, আমাদের গাড়িতে কিছু নিত্য প্রয়োজনীয় পন্যও থাকবে; যা দিয়ে আমরা তৎক্ষণাৎ উক্ত এলাকার মানুষকে সেবা দিতে পারবো। উদ্যোগ নিয়ে ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল জানান, ই-কমার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা লকডাউন এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে ই-কমার্সের মাধ্যমে নিত্য জরুরি পণ্য সেবা পৌঁছে দিচ্ছে। এটুআই এর সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি নিয়ে আমরা ই-ক্যাব থেকে সদস্যদের অনুমতি পত্র, স্টিকার এবং অপারেশন গাইডলইন প্রদান করেছি। ই-কমার্স খাতকে সব রকম সহযোগিতা করার জন্য আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, গতরাত ১২ টা থেকে রাজধানীর রাজাবাজার পরীক্ষামূলক ভাবে লকডাউন করা হয়েছে। রাজাবাজার এলাকা থেকে কেউ বের বা প্রবেশ করতে পারবে না। মানুষকে সব সময় ঘরে থাকতে বলা হয়েছে। সব ধরনের সেবা দিবে বিভিন্ন সংগঠন ও প্রশাসন।